উত্তর:-বৈবাহিক জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক শারিরিক সম্পর্ক স্থাপনের পর তালাক সংগঠিত হলে ইদ্দত শেষ না করে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইদ্দত শেষ না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়।
– সুরা বাক্বারা আয়াত নং-২২৮,তাফসীরে ইবনে কাসীর পৃ-৫৮৭,রদ্দুল মুহতার ৩/৫১৬,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৩৪৬, ফাতওয়ায়ে মাহমুদিয়া ১১/১৪৭
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments