প্রশ্ন :- দম দেয়ার জন্য যে পশু যবাই করা হয়েছে। তার গোশত কার কার জন্য হালাল ?

উত্তর :- শরীয়তের নীতি অনুযায়ী দমে শুকর (হজ ও ওমরা একসাথে করার শুকরিয়া)  এর গোশত যে কেউ খেতে পারবে। আর দমে জেনায়াতের (ত্রুটি বিচ্যূতির জন্য আবশ্যকীয় কোরবানির) গোশত সদকা করা ওয়াজিব।

 

ফাতহুল বারি – ৩/১৫০; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩৬২; আপকে মাসায়েল আওর উনকা হল , ৫/৩৭৭।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *