উত্তর :- কোন মামলায় রায় দেয়ার জন্য বাদী ও বিবাদিকে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত থাকা জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে অনুপস্থিত ভাইয়ের পক্ষ থেকে অন্য ভাইকে মামলা পরিচালনা করার অনুমতি দেয়া হয়ে থাকে। তাহলে সে কোন প্রকার শর্ত ছাড়াই অনুপস্থিত ভায়ের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করতে পারবে। আর অনুমোদন না থাকলে নিম্ন বর্ণিত তিন শর্তের ভিত্তিতে মামলা পরিচালনা করতে পারবে।
এক. যমিন উভয়ের মাঝেই থাকবে।
দুই. অবন্টিত থাকবে।
তিন. জমির মালিক হওয়ার কারণ এক হতে হবে।
রদ্দুল মুহতার- ৫/৪১০। আল বাহরুর রায়েক – ৭/৪৭। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৫/৩৬৭।
Leave Your Comments