উত্তর :- শরীয়তের মূলনীতি হরো কোন ব্যক্তির উপর যাকাত ওয়াজিব জন্য উক্ত ব্যক্তিকে নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উভয়ের মাল এক বছর পরে আলাদাভাবে নেসাব পরিমাণ হয়। তাহলে উভয়ের উপরই যাকাত আসবে।
আদ দুররুল মুখতার – ২/৩০৪; বাদায়েউস সানায়ে’ ২/৪৪৮; ফাতাওয়া হাক্কানিয়া- ৩/৫০৩।
Leave Your Comments