প্রশ্ন:- দুইজন ব্যবসায়ীর যৌথ ব্যবসা করে। তাদের কর্মপন্থা হলো একজন টাকা দিয়ে পণ্য কিনে। অন্যজন তাতে শরীক হয়। পরে দ্বিতীয় জনের টাকা দিয়ে পণ্য ক্রয় করে প্রথম জন তাতে শরীক থাকে। জানার বিষয় হলো, এরকম যৌথ ব্যবসার জন্য টাকা একত্রিত করা শর্ত ? না কি এভাবে করা যাবে?

উত্তর :- শরীয়তের উকিল হওয়ার যোগ্য এমন দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোন যৌথ ব্যবসার চুক্তি করলে এ ধরণের শরিকানা ব্যবসা জায়েয। সবার মাল একত্রিত করা জরুরী না।

তাই প্রশ্নোক্ত সুরতে বর্ণিত পদ্ধতিতে  ব্যবসা জায়েয আছে। কোন অসুবিধা নাই।

 

রদ্দুল ‍মুহতার – ৪/২৯৯;  আল মুহিতুল বুরহানি- ৫/৫৪৮; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/৩২৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *