প্রশ্ন:-নামাযরত অবস্থায় যদি হাই আসার দরুন আওয়াজ বের হয়, তাহলে এমতবস্থায় তার নামাযের হুকুম কি?

উত্তর:- শরীয়াতের বিধান অনুযায়ী নামাযরত অবস্থায় বিনা অজরে ইচ্ছাকৃত আওয়াজ বের করলে তাতে কোন হরফ সৃষ্টি হলে নামায নষ্ট হয়ে যায়। অনিচ্ছাকৃতভাবে কোন আওয়াজ বের হয়ে কোন হরফ সৃষ্টি হলেও তাতে নামায নষ্ট হবে না।

সুতরাং প্রশ্নেবর্ণিত অবস্থায় যদি অপারগতাবশতঃ হাই তোলে এবং আওয়াজ বের না হওয়ার প্রতি যথেষ্ট সতর্কতা করে থাকে, তাহলে  নামায হয়ে যাবে। আর যদি সতর্কতা অবলম্বন না করার দরুন আওয়াজ বের হয়ে থাকে, তাহলে নামায নষ্ট হয়ে যাবে।

– আদ্দুররুল মুখতার-২/৪৫৬, ফাতাওয়া হিন্দিয়া-১/১৫৯, ফাতাওয়া আস সিরাজিয়্যাহ-৮২.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *