উত্তর:- শরীয়াতের বিধানুযায়ী যে জিনিষ মাল না তার বিনিমিয় গ্রহণ করা বৈধ নয়।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে পাঠা ছাগল দ্বারা স্ত্রী লিঙ্গের মিলন ঘটিয়ে বিনিমিয় গ্রহণ জায়েয নেই। কেননা এত এমন জিনিষের বিনিময় নেওয়া হয়, যা মাল নয়। বরং তা এক ফোটা নাপাক পানি মাত্র। যার মূল্য হয় না।
রদ্দুল মুহতার-৬/৫৫, আল বাহরুর রায়েক-৮/৩২, আহসানুল ফাতাওয়া-৭/৩১৫.
Leave Your Comments