প্রশ্ন: বরযাত্রা ও বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান যে উপঢৌকন প্রদান করে থাকেন এর প্রকৃত মালিক কে বর না কনে? না উভয়ে?

উত্তর: ইসলামী শিক্ষা অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে হাদিয়া দেয়া-নেয়া সুন্নত। সুতরাং বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে যেসব হাদিয়া স্বতঃস্ফূর্তভাবে দেয়া হয় তা যদি বরপক্ষের বাড়িতে হয় তাহলে বর বা বরপক্ষ মালিক হবে, আর যদি কনের বাড়িতে হয় তাহলে কনে বা কনের পক্ষ মালিক হবে। এছাড়াও সামাজিক নীতি প্রযোজ্য হতে শরয়ী কোনো বাধা নেই।

আল মুহিতুল বোরহানি ৪/২২৬, আল ফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ৭/৩০৩, আপ কে মাসাইল আওর উনকা হল ৬/২৫৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *