উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী ধারালো অস্ত্র, আগুন বা মৃত্যু ঘটায় এমন বস্তু দ্বারা হত্যা করলে মৃত্যুদণ্ড আসে। সুতরাং প্রশ্নে বর্ণিত এসিড যেহেতু আগুনের ন্যায় তাই এসিড নিক্ষেপ করলে মানুষ মারা যায়। অতএব এসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদন্ড নির্ধারণ করা শরয়ী পরিপন্থী নয়।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৪/৫৯, আল ফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ৫/৭৯১, মুলতাকিল আবহার লিমাজমায়িল আনহার ৪/৩১৩
Leave Your Comments