উত্তর:-সুনির্দিষ্ট বস্তু বহনের কথা বলে ভাড়া নেয়ার পর ভিন্ন কিছু বহনের অনুমতি নেই। যদি করে তাহলে জরিমানা দিতে হবে। সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে ট্রাকের মালিক ভাড়াটিয়ার কাছ থেকে আর্থিক জরিমারা দাবী করতে পারবে।
রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী ৯/৬১),বাহরুর রায়েক ৭/৫২৩, আল মুহিতুল বোরহানী ৯/২৯০
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments