উত্তর:- জামাতের সাথে নামায আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা। শরয়ী গ্রহণযোগ্য নিশ্চিত কোন কারণ ছাড়া নিছক অবহেলা বা ধারণা বশত জামাতে শরীক না হয়ে একাকি নামায পড়া বৈধ নয়। শরয়ী গ্রহণযোগ্য কোন কারণ বা নিশ্চিতভাবে ক্ষতির আশংকা থাকলেই কেবল জামাত তরক করার অনুমতি রয়েছে।
তাই স্বাভাবিক অবস্থায় কেবল মালামাল বা ঘরবাড়ি হেফাজতের জন্য জামাত তরক করা মোটেই জায়েয হবে না। হ্যা, যদি দুশমন কর্তৃক বিনষ্টের ব্যাপক আশংকা হয় তাহরে, জামাত তরকের অবকাশ আছে।
রদ্দুল মুহতার – ১/৫৫৪; ফাতাওয়া হিন্দিয়া- ১/১৪; আল ফিকহুল হানাফি – ১/২৬; ফাতাওয়া হাক্কানিয়া- ৩/১২৭।
Leave Your Comments