উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী সুদ ও সুদ ভিত্তিক লেনদেন হারাম ও অবৈধ। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু প্রচলিত ইন্সুরেন্স সুদ ও জুয়া নির্ভর তাই তা থেকে বিরত থাকতে হবে, তবে যেসব ইন্সুরেন্স এর ব্যাপারে আইনি বাধ্যবাধকতা রয়েছে যেমন গাড়ির ইন্সুরেন্স, সেসব ইন্সুরেন্স করার সুযোগ থাকলেও প্রদত্ত অর্থ থেকে অতিরিক্ত গ্রহণ করার সুযোগ নেই।
সহিহ মুসলিম ২/৩৯, ফাতাওয়া ২/২৭২, ফাতাওয়ায়ে ওসমানী ৩/৩১৪
Leave Your Comments