উত্তর:- কোন ভাজ কাজ করে সওয়াব পাওয়ার জন্য উক্ত কাজটি বৈধ হওয়ার পাশাপাশি কাজের পন্থা ও এতে ব্যয় হওয়া অর্থ হালাল হওয়া জরুরী। হারাম অর্থ ব্যয় করে যত ভাল কাজই করা হউক তাতে সওয়াবের বিন্দুমাত্র কোন আশা করা যাবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যাংক থেকে প্রাপ্ত টাকা সম্পূর্ণ সওয়াবের নিয়ত ছাড়া সেবা মূলক কাজে ব্যয় করতে পারবে।
মাআরিফুস সুনান – ১/৩৪। রদ্দুল মুহতার – ৭/৩০৭। কিফায়াতুল মুফতি- ১১/২৩৩।
Leave Your Comments