উত্তর:- ভাড়া নেয়ার মাধ্যমে বস্তুতে নির্ধারিত সময়ের জন্য ভাড়াটিয়ার মালিকানা সাব্যস্ত হয়। এ সময়ে এ বস্তুতে ভাড়াটিয়া যাবতীয় হস্তক্ষেপের অনুমোদন প্রাপ্ত হন। নির্ধারিত সময়ের ভিতরে মালিক উক্ত বস্তুতে কোনরুপ হস্তক্ষেপের অধিকার রাখেন না।
সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পুর্বে ভাড়াটিয়াকে মালিক জোরপুর্বক বের করে দিতে পারবে না।
আদ্দুররুল মুখতার ৯/৮৫,ফাতওয়ায়ে হিন্দিয়া ৪/৪৬৮,বেহেশতি জেওর ৫/৪৯ .
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments