উত্তর:- মসজিদের জন্য জায়গা জমি বা টাকা পয়সা ওয়াকফ করার সময় ওয়াকফকারী যদি মসজিদের জন্য খাস না করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় খাত সমূহেরও ব্যবহার করার অনুমতি দেয় তাহলে উক্ত জায়গা বা টাকা পয়সা সে সংশ্লিষ্ট খাতসমূহে ব্যবহার করা বৈধ। আর ইমাম মুয়াজ্জিনের থাকা, খাওয়া ও বেতন-ভাতাও মসজিদের প্রাসঙ্গিক বিষয়। তাই ওয়াকফকৃত জমি এক্ষেত্রে ব্যবহার করা যাবে।
আর যদি ওয়াকফকারী উক্ত জমিকে কেবল মসজিদের জন্যই ওয়াকফ করে তাহলে তা মসজিদ ছাড়া আর কোন কাজে ব্যবহার করা যাবে না।
রদ্দুল মুহতার- ৪/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া- ২/৪১৩; ফাতাওয়া হাক্কানিয়া- ৫/১০০।
Leave Your Comments