উত্তর: বিশষ কর্মচারী তার সুনির্দিষ্ট বেতন পাওয়ার জন্য নিজেকে কাজের জন্য অর্পন করাই যথেষ্ট। চাই কর্তৃপক্ষ তাকে কাজ লাগাক অথবা তার মাধ্যমে অন্য কোন কাজ করাক।
তাই, প্রশ্নের্ণিত সূরতে মাদরাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায় শিক্ষক নিয়োগ দেওয়ার পর চিল্লায় পাঠাইলে মাদরাসার পক্ষ থেকে বেতন দেওয়া বৈধ হবে।তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পাঠ দানে ব্যঘাত না ঘটে। কেননা, মাদরাসা গুলোতে তা‘লীম আসল। আর জনসাধারণ দান-খয়রাত তালীমি কাজে ব্যয় করার জন্যই দিয়ে থাকে।
-রদ্দুল মুহতার-৬/৭০, ফাতাওয়া হিন্দিয়া-৪/৫৪৩, বাদায়েউস সানায়ে‘-৫/৫৪১.
Leave Your Comments