প্রশ্ন:  মিসওয়াক কি পরিমান মোটা ও লম্বা হবে এবং মেসওয়াক করার সঠিক পদ্ধতি কি?

উত্তর: মেসওয়াক এক বিঘত লম্বা এবং হাতের কনিষ্ঠ আঙ্গুলের মত মোটা হওয়া উচিত। অর্থাৎ যখন তা ব্যবহার শুরু করবে তখন মিসওয়াক এ পরিমাণ লম্বা হবে, তবে পরবর্তীতে ব্যবহার করতে করতে ছোট হয়ে গেলে কোন সমস্যা নেই।

আর মেসওয়াক করার ক্ষেত্রে প্রথমে ওপরে ডান পাশে তিনবার এবং বাম পাশে তিনবার এমনিভাবে নিচে ডান পাশে তিনবার এবং বাম পাশে তিনবার।

অতঃপর যেভাবে ইচ্ছা সেভাবে মেসওয়াক করবে এবং মেসওয়াক করার ক্ষেত্রে দাতে আড়াআড়িভাবে মেসওয়াক করা আর জিব্বায় লম্বালম্বিভাবে করা।

সহীহুল বোখারী-২৪৪, উমদাতুল কারী-৩/২৭৭, আসসুনানুল কুবরা-১/৬৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *