প্রশ্ন:- মুদারাবা ব্যবসার মধ্যে মুদারেব এর ভরণ পোষণ কার যিম্মায় থাকবে?

উত্তর:- মুদারেব (শ্রমদাতা) মূলধন দাতার মালের ব্যবসার ক্ষেত্রে উকিলের ন্যয়। তাই মুদারেব এর উপর উকিলের হুকুম প্রয়োগ হবে।

 

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মুদারেব ব্যবসার উদ্দেশ্যে নিজ শহরের বাহিরে থাকাবস্থায় তার যাবতীয় খরচ মূলধন দাতার যিম্মায় থাকবে।

 

দুররুল মুখতার – ১২/৩৯৮। ফাতাওয়ায়ে কাজিখান- ৩/১০৮। বাদায়েউস সানায়ে’ – ৮/৭৪। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৬/৩২৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *