প্রশ্ন :-মুহতারাম কোন ব্যক্তি পূর্ণরূপে গোসল করার পর জামাকাপড় পরিবর্তন করে ফেলল এবং শরীর শুকিয়ে গেল, তারপর তার স্মরণ হলো যে,উক্ত গোসল ফরজ ছিল, তারপর সে কুলি করলো ও নাকে পানি দিল, প্রশ্ন হলো এতে করে কি তার গোসলের ফরজ আদায় হবে ???

প্রশ্ন :-মুহতারাম কোন ব্যক্তি পূর্ণরূপে গোসল করার পর জামাকাপড় পরিবর্তন করে ফেলল এবং শরীর শুকিয়ে গেল, তারপর তার স্মরণ হলো যে,উক্ত গোসল ফরজ ছিল, তারপর সে কুলি করলো ও নাকে পানি দিল,
প্রশ্ন হলো এতে করে কি তার গোসলের ফরজ আদায় হবে ???

উত্তর :-গোসলের ফরজ হল কুলি করা, নাকে পানি দেওয়া,ও পূর্ণরূপে সারা শরীর ধৌত করা, আর ভুলে গেলে স্মরণ হওয়া মাত্রই আদায় করে নেয়া জরুরী।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে ভুলে কুলি ও নাকে পানি না দেওয়া ও পরে স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেওয়াতে তার গোসল সহি হয়ে যাবে, কোন অসুবিধা নাই ।
অবশ্য এর মাঝে কোন নামাজ ইত্যাদি আদায় করে থাকলে তা পুনরায় পড়ে নেওয়া জরুরি।

١…. قال الله سبحانه وتعالى ( وإن كنتم جنبا فاطهروا ) المائدة -٦

٢…. قال مسلم رحمه الله تعالى في صحيحه.. تحت كل شعرة جنابة فبلوا الشعر وأنقوا البشرة

٣… حدثنا حسين بن علي عن زائدة قال حدثنا عطاء بن السائب قال حدثني أبو سلمة بن عبد الرحمن قال حدثتني عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اغتسل من الجنابة مضمض واستنشق ثلاثا

٤…الفرض فيه أن يغسل جميع بدنه ويتمضمض ويستنشق والمضمضة والاستنشاق فرضان في الغسل نفلان في الوضوء.. المحيط البرهاني١/٢٢٥ إدارة القرآن

٥…وإن كنتم جنبا فاطهروا.. فاطهروا ابدانكم فكل ما أمكن تطهيره يجب غسله باطن الفم والأنف يمكن غسله فإنهما يغسلان عادة وعبادة. نفلا في الوضوء وفرضا في الجنابة.. تبين الحقائق١/٦٠ زكريا بكدبو

٦.. سوال :-
غسل میں کلی کرنا بھول گیا بعد میں یاد آیا تو از سر نو غسل کرے یا صرف کلی کرے ارے

جواب :-
جس وقت بھی یاد آجائے کولی کر لے دوبارہ غسل کرنے کی ضرورت نہیں.. احسن الفتاوى ١/٣٣ زکریا بک ڈپو

উত্তর প্রদানে
মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহ
পরিচালক
জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব
সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *