প্রশ্ন:- যদি কোন পশুর জন্মগতভাবেই শিং না থাকে তাহলে তার দ্বারা কোরবানি সহিহ হবে কি?

উত্তর :- কোরবানি সহিহ হওয়ার জন্য পশু ত্রুটি মুক্ত হওয়া জরুরী। তবে শিং না থাকা এমন ত্রুটি নয় যার কারনে কোরবানি সহীহ হয় না। তবে যে পশুর জন্মগতভাবেই শিং না হবে তা দিয়ে কোরবানি করা জায়েয আছে।

 

ফাতাওয়া শামি – ৬/৩২২; বাদায়েউস সানায়ে’ ৬/৩০২; আল হিদায়া – ৪/৪৪৮; মাজমাউল আনহার – ৪/১৭১; কিতাবুল ফাতাওয়া – ২/১০২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *