উত্তর :- অসিয়ত গ্রহণযোগ্য হওয়ার জন্য মাকরূহ ও শরীয়ত বিরোধী জিনিসের ব্যাপারে অসিয়ত না হওয়া শর্ত।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যক্তির অসিয়ত যে আমি মারা যাওয়ার পর আমার অমুক সন্তান যেন কাফন দাফনে শরিক না হয় গ্রহণযোগ্য হবে না। শরীয়ত বিরোধী হওয়ার কারণে অসিয়ত অমান্য করে সন্তানকে তার কাফন-দাফনে শরিক হবে।
মিশকাতুল মাসাবীহ – ১/১৩৩; রদ্দুল মুহতার – ৬/৬৯; বাদায়েউস সানায়ে’ ১/৫০৮। ফাতাওয়া রহিমিয়া – ২০/২৩২।
Leave Your Comments