প্রশ্ন-যদি কোন ব্যক্তি রমজানে ওমরা করার নিয়তে গিয়ে একেবারে হজ করে আসে, তাহলে উক্ত ব্যক্তির এই হজ তামাত্তু হিসেবে গণ্য হবে কিনা?

উত্তর- উক্ত ব্যক্তি রমজানের পর ওমরা আদায় করে থাকলে তার হজ তামাত্তু হিসেবে গণ্য হবে, অন্যথায় ইফরাদ হবে।

ফাতাওয়ায়ে শামী ৩/৬৪০, ফাতাওয়ায়ে আলমগীরী ২/২৬৩ বাহরুর রায়েক ২/৬৩১, মূয়াল্লিমুল হুজ্জাজ ১/২২১ বাদায়েউস সানায়ে ৩/১৭৯।

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *