উত্তর:-হজ কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হল,মাল হালার হওয়া । হারাম মাল দ্বারা কৃত হজ কবুল হয় না। সওয়াব ও পাবে না। তবে হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে।
সুতরাং প্রশ্নেবর্নিত ব্যক্তির দায়িত্ব থেকে হজের ফরজিয়ত রহিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর দরবারে তার হজ কবুল হবে না এবং কোন সওয়াব ও পাবে না।
-রদ্দুল মুহতার ২/৪৫৬,মাজমায়ুল আনহার ১/৩৮৫,ফাতওয়ায়ে আলমগীরী ১/২৮৩, ফাতওয়ায়ে রহিমীয়াহ ৭-৮/৩৭,ফাতওয়ায়ে দারুল উলুম ৬/৫১৬.
Leave Your Comments