উত্তর:- হাদীসের ভাষ্যানুযায়ী শরীয়াতের বিধান হলো হজ্জ করা অবস্থায় যদি কোন মহিলার হায়েয আরম্ভ হয়ে যায়, তাহলে সে তাওয়াফে যিয়ারত ব্যতিত হজ্জের বাকী বিধানগুলো যাথা নিয়মে আদায় করতে থাকবে। পবিত্র হওয়ার পর তাওয়াফে যিয়ারত কাযা করবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে উক্ত মহিলা মক্কায় গিয়ে তাওয়াফে যিয়ারত ব্যতিত হজ্জের বাকী বিধানগুলো যাথা নিয়মে আদায় করে পবিত্র হওয়ার পর তাওয়াফে যিয়ারত আদায় করে নিবে। দেরিতে আদায় করার কারণে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না।
-সুনানে আবু দাউদ-১/২৪৩, আল হিদায়া-১/২৬৫, ফাতাওয়া কাযিখান-১/১১৮৩.
Leave Your Comments