উত্তর শরীয়তের মূল নীতি অনুযায়ী প্রত্যেক তালাকপ্রাপ্তা মহিলাকে “মুতআ” তথা এক সেট জামা কাপড় দেওয়া মুস্তাহাব। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি তালাক প্রাপ্তা মহিলার সাথে সহবাস করে থাকে এবং তার মহর নির্ধারিত থাকে তাহলে মহর ছাড়াও জামা কাপড় দেওয়া মুস্তাহাব।
আদ্দুররুল মুখতার ৪/২৩৬, কাজী খান ১/২৩২, হেদায়া ২/৩২৬
Leave Your Comments