উত্তর:- শরীয়তের বিধান হলো, অযু গোসলের ক্ষেত্রে যদি শরিরীক মারাত্মক সমস্যার আশংকা না থাকে তাহলে অযু গোসলের সকল স্থানেই পানি পৌছানো জরুরী। আর যদি পানির কারণে কোন ক্ষতি হয় তাহলে পানি পৌঁছানোর পরিবর্তে অযুর অঙ্গসমূহ মাসাহ করাই যথেষ্ট।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির হাত পা যদি এই পরিমাণ কেটে যায় যে সেখানে পানি পৌছানো ক্ষতির কারণ হয়। সেক্ষেত্রে ঔষধের উপর পানি প্রবাহিত করে দেওয়াই যথেষ্ট। আর যদি ক্ষতির কারণ না হয়। এবং ব্যবহৃত ঔষধ বা মলম, পানি চামড়া পর্যন্ত পৌছার জন্য বাধা হয় তাহলে সেক্ষেত্রে শুধু পানি প্রবাহিত করাই যথেষ্ট হবে না। বরং যেভাবেই হোক পানি চামড়া পর্যন্ত পৌছাইতে হবে। অন্যথায় অযু সহিহ হবে না।
আদ দুররুল মুখতার – ১/১০২; রদ্দুল মুহতার – ১/১০২; ফাতাওয়া তাতার খানিয়া- ১/২০৭; মুহিতুল বুরহানি – ১/১৬৯; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ৩/৯৫।
Leave Your Comments