উত্তর: শরয়ী দৃষ্টিতে জিহাদ চলাকালে সরাসরি যুদ্ধে লিপ্ত বা যে কোনভাবে সম্পৃক্ত ব্যক্তিদেরকেই কেবল হত্যার অনুমতি দেয়। এতদভিন্ন কাফের মহিলা, শিশু, বৃদ্ধ ও পাগলকে হত্যার অনুমতি নেই। অনুরুপভাবে তাদের উপাসনালয় এবং উপাসনালয়ের রক্ষণাবেক্ষণকারীসহ যে সমস্ত লোক যুদ্ধে কোন ধরণের সহযোগীতা করে না তাদেরকে হত্যা করার অনুমতি নেই। তবে স্থান, কাল, পাত্র ভেদে মুসলিম সেনাপতি প্রয়োজনীয় পদক্ষপে গ্রহণ করতে পারবনে।
-সুরা হজ্জ, আয়াত ৪০, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৩/৭২০, ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ ২৯১
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments