উত্তর :- শরীয়তে নাপাকি খাওয়াবস্থায় উক্ত পশু দ্বারা কোরবানি করা নাজায়েয। কিন্তু যে পশু পূর্বে নাপাক ভক্ষণ করেছে। এবং দীর্ঘদিন ধরে সে নাপাকির ধারে কাছেও যায়না। এমন পশু দ্বারা কোরবানি করাতে কোন অসুবিধা নাই।
হাশিয়ায়ে ইবনে আবেদীন- ১/৩৪১; ফাতাওয়া আলমগিরী – ৫/৩৪১; এমদাদুল ফাতাওয়া ৩/৫৪০।
Leave Your Comments