প্রশ্ন:- যে পশুর আকিকা করা হয় তার গোস্তের হাঁড় ভাঙ্গা যাবে কি না? কেননা تنقيح নামক কিতাবে لا يكسر عظما যা হযরত আয়েশা রা. এর এক হাদীসের সমর্থন পাওয়া যায়।

উত্তর:- আকিকার পশুর হাড় ভাঙ্গতে কোন বাধা বা নিষেধ নেই।

সুতরাং আকিকার পশুর হাড় ভাঙ্গা যাবে। তবে না ভাঙ্গাটাই উত্তম। আর প্রশ্নেবর্ণিত আয়েশা রা. এর হাদীস এর হুকুম মুস্তাহাব এর সাথে সম্পর্কিত, আবশ্যকীয় কোন বিষয় নয়।

-৯/৫৫৪, তানকীহুল ফাতাওয়াল হামিদিয়্যাহ- ২/৩৬১.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *