প্রশ্ন:- যৌথ ব্যবসায় কোন শরীক মারা গেলে তার সন্তানেরা পিতার ব্যবসায় অংশীদার হতে অন্য শরীকদের সম্মতি লাগবে কি না?

উত্তর :- শরয়ীতের দৃষ্টিতে অংশীদার বিশিষ্ট ব্যবসা তথা যৌথ ব্যবসার ক্ষেত্রে কোন শরীক মারা গেলে তার অংশীদারত্বও বাতেল হয়ে যাবে। অন্যান্য সম্পদের মত এতে মীরাস জারী হবে না।

তাই তার সন্তানেরা উক্ত ব্যবসায় অংশীদার হতে চাইলে তাদেরকে ব্যবসায় অন্যান্য শরীকদের থেকে অনুমিত নিতে হবে।

 

ফাতাওয়া শামি – ৪/২১৮; আল আশবাহ ওয়ান নাযায়ের – ১/১৫৫; ফাতাওয়া উসমানি – ৩/৭০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *