উত্তর: শরয়ী দৃষ্টিতে শহীদ বলা হয় যাকে কোন মুশরেক, হারবী, রাষ্ট্রদ্রোহী বা ডাকাত হত্যা করেছে অথবা যখমসহ জিহাদের ময়দানে মৃত পাওয়া গেছে অথবা কোন মুসলিম অন্যায়ভাবে হত্যা করেছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে শাপলা চত্ত¡রে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, তারা সকলেই শরয়ী শহীদের অন্তর্ভূক্ত।
-হিদায়া ১/১৮৩, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/২২৯, আপকে মাসায়েল আওর উনকা হল ৭/৫৪১
-উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments