উত্তর:- যদি কোন ব্যক্তি না দেখেই কিছু ক্রয় করে তাহলে শরীয়ত তাকে এ সুযোগ দিয়েছে যে দেখার পর পছন্দ না হলে তা ফেরৎ দিতে পারবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সেলিমের মোবাইল পছন্দ না হওয়ায় চাইলে ফেরৎ দিতে পারবে।
সুনানে দারা কুতনি Ñ ৩/৪। আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদ- ৪/১২১। আল হিদায়া- ৩/৩৫। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৮/১২৬।
Leave Your Comments