প্রশ্ন: স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বললঃ “তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, তুমি বের হয়ে যাও” একথা বলার দ্বারা স্ত্রীর উপর তালাক হবে কি না?

উত্তর: হ্যাঁ, স্বামী যদি এই কথাগুলো স্ত্রীকে তালাকের নিয়তে বলে, তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। আর তালাকের নিয়ত না থাকলে তালাক হবে না।

-ফাতাওয়া কাযিখান- ১/২৮৪, আদ্দুররুল মুখতার-৩/২৯৮, আল বাহরুর রায়েক- ২/৫২৫.

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *