উত্তর:- স্বামীর অনুমতি ছাড়া তার কোন সম্পদ বিক্রি করা স্ত্রীর জন্য বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামীর অগোচরে তার অনুমতি ছাড়া স্ত্রীর বিক্রয় অবৈধ হবে। স্বামী চাইলে উক্ত ক্রয় বিক্রয়কে বহাল বহাল রাখতে পারবে আবার চাইলে বাতিলও করতে পারবে।
হ্যা, স্বামীর অনুমতি সাপেক্ষে তার কোন বস্তু স্ত্রীর বিক্রি করাতে কোন সমস্যা নাই।
সুনানে তিরমিযি – ১/১৪৫। আদ দুররুল মুখতার ৬/২০০। আল হিদায়া – ৩-৪/২৪৫। আল বাহরুর রায়েক- ৬/২৪৫। আপকে মাসায়েল আওর উনকা হল – ৭/৪৮।
Leave Your Comments