উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী সুনির্দিষ্ট কারণ ব্যতীত কোন জিনিস হালাল হারাম বা অবৈধ হয় না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সৎমার অন্য ঘরের মেয়ে হারাম হওয়ার কোনো কারণ না থাকায় তাকে বিবাহ করা বৈধ হবে।
রদ্দুল মুহতার ৩/৩১, আল ফিকহ আলাল মাজাহিবিল আরবাআতি ৪/৫৪, ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৪/৩৩০
Leave Your Comments