প্রশ্ন:- হাউজিং সোসাইটি বা এজাতীয় কোন কোম্পানি হতে টাকা ধার নিয়ে বাড়ী বানানো যাবে কিনা?

উত্তর:- শরীয়ত সম্মত পন্থায় যেকোন ব্যক্তি বা কোম্পানির বৈধ ফাণ্ড হতে ঋন নেওয়া এবং তা কাজে লাগানো জায়েয আছে। আর ব্যক্তি বা কোম্পানির ফাণ্ড হালাল হওয়া না হওয়ার নির্ভর করে তাদের কর্মপন্থার উপর। যদি কর্মপন্থা ও আয়ের উৎস বৈধ ও সঠিক হয় তাহলে ব্যক্তি ও কোম্পানির ফাণ্ডও বৈধ হবে।
সুতরাং হাউজিং সোসাইটিগুলো যদি শরীয়তের আইন মেনে ব্যবসা করে অর্থ জোগাড় করে তাহলে তাদের কাছ থেকে ঋন নিয়ে বাড়ির কাজে লাগানোর অবকাশ রয়েছে। অন্যথায় নয়।

রদ্দুল মুহতার (হাশিয়া)) – ৫/১৬৮। ‍সুনানে ‍তিরমিযি- ১/২৩৩। আদ দুররুল মুহতার- ৫/১৬৬। ফাতাওয়ায়ে উসমানি – ৩/২৯১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *