উত্তর:- হজ ও ওমরার মধ্যে যে ভুলগুলোর কারণে দম ওয়াজিব হয় তা আদায় করার জন্য পশুকে হারামের সীমানার ভিতরে যবেহ করা জরুরী। অন্য কোথাও যবেহ করলে তা আদায় হবে না।
বিধায়, প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তিকে নিজের পক্ষ থেকে কোন হাজিকে প্রতিনিধি বানিয়ে হারামের সীমানার মধ্যে পশু যবেহ করে দিতে হবে। অন্য কোথাও আদায় করার সুযোগ নেই।
সুরা বাকারা – ১৯৬। আল হিদায়া- ১/৩০১। মাজমাউল আনহার -১/৪৫৯। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৪/২৬৯। আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৩৬০।
Leave Your Comments