উত্তরঃ- বিয়ে শুদ্ধ হওয়ার জন্য পাত্রী নির্দৃষ্ট হওয়া আবশ্যক।
পাত্রী নির্দৃষ্ট হলে বাবার নাম ভুল হলেও সমস্যা নেই।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে পাত্রী নির্দৃষ্ট তাকলে বিবাহ সহীহ হয়ে যাবে। অন্যথায় হবে না।
-আদ দুররুল মুখতার আলা হামিশি রদ্দিল মুহতারঃ- ৩/২৬, আল বাহরুর রায়েকঃ- ৩/১৫৭,
Leave Your Comments