প্রশ্নঃ- আগুন দিয়ে পুড়িয়ে কাউকে হত্যা করলে তার হুকুম কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলে তার কিসাস আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলে তার উপর কিসাস আবশ্যক হবে।

 

-ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ৩/৩২১, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ-৩/২৩১-২৩২, মাজমাউল আনহারঃ- ৪/৩০৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *