উত্তরঃ শরীয়তের নীতিমালা হলো ইঙ্গিত সূচক শব্দের মাধ্যমে তালাক পতিত হওয়ার জন্য স্বামীর তালাকের নিয়ত থাকা শর্ত অন্যথায় তালাক পতিত হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আবু বকরের তার স্ত্রীকে বলা তোমার যা ইচ্ছা কর। তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। ইহা ইংগিত সূচক তালাকের শব্দ।উক্ত শব্দ বলার সময় আবু বকর তালাকের নিয়ত করে থাকলে। তাহলে তার স্ত্রী তালাক হয়ে গেছে। অন্যথায় তালাক হয়নি।দলিলঃ হেদায়া ২/৩৮৩ ফাতাওয়ায়ে সিরাজিয়া ২১৫ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১২/৫৫০।
Leave Your Comments