উত্তরঃশরয়ী দৃষ্টিতে একি নামাজ জামাতের সাথে আদায় কালীন সময়ে কোন আড়াল ছাড়া পুরুষ মহিলা যদি একসাথে দাঁড়ায় এবং ইমাম সাহেব মহিলার ইমামতির নিয়ত করে থাকে তাহলে পুরুষের নামাজ বাতিল হয়ে যাবে অন্যথায় নামায বাতিল হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত পুরুষ ও তার স্ত্রী একই নামাজ আলাদাভাবে পাশাপাশি দাঁড়িয়ে পড়ার কারণে তাদের নামাজ ফাসেদ হয়নি দলিলঃ হেদায়া ১/১২৫ ফতহুল কাদির ১/৩৭৩ রদ্দুল মুহতার ২/৩৭৮ ফাতাওয়ায়ে উসমানী ৪২৩
Leave Your Comments