উত্তরঃ শরিয়তের দৃষ্টিতে নাপাক বস্তু ইত্যাদী কোথাও লাগলে তা নাপাক হয়ে যায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি অযু-গোসলের পানির সাথে পেশাবের ড্রেনের নাপাকী মিশ্রিত হয়ে উক্ত নাপাক পানি শরিরে বা কাপড়ে লাগে তাহলে এক দেরহামের কম হলে ধুয়ে পবিত্র করতে হবেনা। অন্যথায় ধুয়ে পবিত্র করা আবশ্যক। আর যদি পেশাবের ড্রেনের নাপাকী অযু ও গোসলের পানির সাথে মিশ্রিত না হয় তাহলে অযু ও সাধারণ গোসলের ব্যাবহৃত পানি শরির ইত্যাদিতে লাগলে ধৌত করার প্রয়োজন নেই, কিন্তু যদি ফরজ গোসলের পানি হয় এবং এক দেরহামের বেশি হয় তাহলে ধুয়ে পবিত্র করতে হবে। অন্যথায় লাগবেনা।
– আল ফিকহুল হানাফি ওয়া আদিল্লাতুহূঃ- ১/১১৯, আল ফাতাওয়া আল বাজ্জাজিয়াহঃ-১/৫, আল বিনায়াহ ফি শরহিল হিদায়াহঃ- ১/২৯০, ফাতাওয়া মাহমুদীয়াহঃ-৫/১২৬,
Leave Your Comments