উত্তরঃ- নামাজের মধ্যে তাশাহুদ পড়া ইমাম-মুক্তাদী উভয়ের জন্য ওয়াজিব। আবার ইমামের অনুসরণ করাও ওয়াজিব। তাই মুক্তাদী যথাসাধ্য চেষ্টা করবে উভয় ওয়াজিব রক্ষা করতে।
সুতরাং প্রশ্নে বর্ণিত মুক্তাদী তাশাহুদ শেষ করে দাড়াবে। তবে যদি ইমাম তৃতীয় রাকাতের রুকুতে চলে যাওয়ার আশংকা করে তাহলে তার অনুসরণ করবে।
-হাশিয়াতু ইবনে আবেদীনঃ- ২/২০৩, মারাকিউল ফাল্লাহ মায়া হাশিয়াতুত তাহতাভীঃ- ৩০৯, ফাতাওয়ায়ে রহীমিয়াহঃ- ৫/৭৭,
Leave Your Comments