প্রশ্নঃ- আমার জানার বিষয় হলো যদি কোন ব্যাক্তি পাথরের উপর তায়াম্মুম করে তাহলে জায়েয হবে কি?

উত্তরঃ- তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য মাটি বা মাটি জাতীয় বস্তু হওয়া আবশ্যক। ফুকাহায়ে কেরাম পাথরের ছাই দ্বারাও তায়াম্মুম করার অনুমতি দিয়েছেন।

সুতরাং পাথরের কয়লা দ্বারা তায়াম্মুম বৈধ হবে।

 

-সহীহুল বুখারীঃ- ১/৫০, আদ দুররুল মুখতারঃ- ১/৪৫২, জাদীদ ফিকহী মাসায়েলঃ- ১/৭৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *