উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী জানা যায় মুসলমানের দেশ ভিন্ন হওয়ার দ্বারা দেশ ভিন্নতার হুকুমে মিরাস থেকে বঞ্চিত হবেনা।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আপনার বড় ভাই আমেরিকায় স্থায়ী বাসিন্দা হলেও তার পিতার সম্পত্তি সে পাবে।
– আল বাহরুর রায়েকঃ-৯/৩৬৫, মাজমাউল আনহারঃ-৪/৪৯৮, ফাতাওয়া মাহমুদিয়াঃ-২/৫৫৭,
Leave Your Comments