উত্তরঃ- কোনো কিছু কুড়িয়ে পাওয়ার পর সাধ্যমতো তার মালিক তালাশ করা আবশ্যক। মালিক পাওয়া না গেলে কোনো গরীবকে দান করে দিবে। আর নিজে গরীব হলে নিজের জন্যেও রাখতে পারবে। পরে মালিকের সন্ধান পাওয়া গেলে তাকে ফিরিয়ে দিবে বা মূল্য আদায় করবে। সুতরাং প্রশ্নে বর্ণিত মোরগ ইত্যাদির ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতী অনুসরণযোগ্য।
-আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/২৮০, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/১২৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ-কিতাবুল লুকতাহ,
Leave Your Comments