উত্তরঃ শরীয়তের বিধান মোতাবেক কোন হাজী সাহেব তাওয়াফে জিয়ারত ও মাথা মুন্ডানোর পূর্বে স্ত্রী সহবাস করে তাহলে তার উপর দম হিসেবে উঠ দেওয়া ওয়াজিব। আর মাথা মুন্ডানোর পূর্বে ও তাওয়াফে জিয়ারতের পরে স্ত্রী সহবাস করলে তার উপর বকরি দেওয়া ওয়াজিব। সুতরাং প্রশ্নে উল্লেখিত সুরতে হয়ত বা তার উপর দম হিসেবে উঠ ওয়াজিব হবে নতুবা বকরি ওয়াজিব হবে।দলিলঃ হেদায়াঃ১/২৭১ হাশিয়ায়ে ইবনে আবেদিন ৩/৬৭৫ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩০৯ আহসানুল ফাতাওয়া ৪/৫৪৮।
Leave Your Comments