প্রশ্নঃ- এক ব্যাক্তি অন্য ব্যাক্তিকে এই শর্ত সাপেক্ষে ব্যাবসার জন্য টাকা দিল যে, মূল টাকা বা পুঁজি ছাড়া লভ্যাংশের অর্ধেক আমার, বাকি অর্ধেক তোমার। এরূপের বিধান কি?

উত্তরঃ- মুদারাবার মধ্যে জোগানদাতার এবং শ্রমদাতার চুক্তি সাপেক্ষে লভ্যাংশের বন্টন করা বৈধ।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মূল টাকা বা পুঁজি ছাড়া লভ্যাংশের অর্ধেক অর্ধেক ভাগ-বন্টন করা বৈধ।

 

-আল হিদায়াহঃ-৩/২৫৭, আস সুনানুল কুবরাঃ- ৫/৭৪১, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৭/১২৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *