উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে প্রত্যেক এমন ঋন যা মুনাফাকে চায় তাই সুদ । অর্থাৎ মূল টাকা বাকি রেখে তা থেকে মুনাফা লাভ করাটা হলো সুদ
সুতরাং প্রশ্নে বর্ণিত ইটের ভাটায় দুই লক্ষ টাকা এই শর্তে দেওয়া যে তাকে প্রতি গাড়িতে দুই লক্ষ টাকা লাভসহ এক বছর পর তার টাকা ফেরৎ দিতে হবে, সুদের অন্তর্ভূক্ত হওয়ার কারণে তা বৈধ হবে না।
– ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ-৪/২৮৭, তাবয়ীনুল হাকায়ীকঃ- ৪/৪৪৬, ফাতাওয়া হাক্কানিয়াঃ-স ৯/১৯৯,
Leave Your Comments