উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী তালাকের স্বীকারোক্তির মাধ্যমেও তালাক পতিত হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু তিন তালাকের কথা জিজ্ঞাসা করার পর সে হ্যাঁ বলেছে, তাই তিন তালাক পতিত হওয়ার কথা থাকলেও সে যেহেতু এক তালাক নয় বলেছে, তাই শুধু দুই তালাক পতিত হবে।
-ফাতাওয়া আলমগীরীঃ-১/৪২৪, মাজমাউল আনহারঃ-২/৭১, ফাতহুল ক্বদীরঃ-৪/১২৬,
Leave Your Comments